নতুন বছরের জানুয়ারির শুরুতে দেশজুড়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারির বেশির ভাগ সময় দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বজায় থাকতে পারে। বুধবার (২৫ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের বাকি সময়টাতে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকবে। তবে দেশের দু–একটি জায়গায় শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “সাগর থেকে কিছু মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে, যা শীতল বাতাসের প্রবাহে বাধা সৃষ্টি করছে। এ কারণে ডিসেম্বরের শেষাংশে বড় ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।”
জানুয়ারির শুরুতে তীব্র শীতের পাশাপাশি শৈত্যপ্রবাহ দেশজুড়ে বিস্তৃত হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে। আবহাওয়াবিদরা মনে করছেন, জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোনো না কোনো স্থানে শৈত্যপ্রবাহ বজায় থাকবে।
শীত থেকে সুরক্ষার জন্য গরম কাপড় ব্যবহার করুন। শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন। শীতজনিত রোগ থেকে বাঁচতে গরম খাবার ও পর্যাপ্ত পানি পান করুন। প্রয়োজন ছাড়া ভোরবেলা ও রাতে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।