বছরের প্রথম দিনেই সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে চোরাই পণ্যের বিরুদ্ধে বড় অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ভারতীয় শাড়ি, গার্নিয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াশ, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, স্কুটি এবং আরও অনেক চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
অভিযানে নিম্নলিখিত চোরাই পণ্য উদ্ধার করা হয়:
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৯৬ হাজার ৭০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতায় এই অভিযান পরিচালিত হয়। বিজিবি সীমান্তে চোরাচালান রোধে সর্বদা তৎপর থাকার বিষয়টি আবারও প্রমাণিত হলো।