মঞ্চ মাতালেন রাহাত ফতেহ আলী খান: ‘বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি’

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ৬:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ৩ সপ্তাহ আগে
  • Print

পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান শনিবার রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে সংগীতপ্রেমীদের মন মাতিয়ে তুললেন। রাত ৯টা ৫০ মিনিটে মঞ্চে উঠে বাংলায় বলেন, “আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।” এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই পুরো স্টেডিয়ামে দর্শকের করতালির ঝড় বয়ে যায়। এরপর তিনি শুরু করেন তাঁর জনপ্রিয় গান ‘তু না জানে আস পাস হ্যায় খুদা’।

রাহাত ফতেহ আলী খান তাঁর গাওয়া পরিচিত গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মোহিত করেন। মঞ্চে আসার আগে তিনি আয়োজক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভক্তদের আবদারে ছবি তোলেন।

শনিবার দুপুর ২টা থেকে কনসার্টের দরজা খোলা হয়। বিকেল ৪টায় কনসার্ট শুরু হয় ব্যান্ড সিলসিলা-র পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসেন জনপ্রিয় র‍্যাপার হান্নান, যিনি তাঁর গান ‘আওয়াজ উডা’ পরিবেশন করেন। ছাত্র আন্দোলনে গানটি পরিবেশন করার কারণে জেল খেটেছিলেন তিনি।

হান্নানের পর মঞ্চে আসেন আরেক জনপ্রিয় র‍্যাপার সেজান, যিনি তাঁর পরিচিত গান ‘কথা ক’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

বিকেল সাড়ে পাঁচটায় মঞ্চে ওঠে রক ব্যান্ড আফটারম্যাথ। ব্যান্ডের ভোকালিস্ট নবিদ ইফতেখার চৌধুরী বলেন, “প্রথমবারের মতো আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করতে পেরে আমরা গর্বিত।” ব্যান্ডটি পরিবেশন করে তরুণদের মধ্যে আলোচিত গান ‘অধিকার’, পাশাপাশি ‘উৎসর্গ’ এবং ‘মাটির রোদ’

সন্ধ্যায় মঞ্চে আসে ব্যান্ড চিরকুট। তারা জাতীয় সংগীত দিয়ে পরিবেশনা শুরু করে। এরপর একে একে পরিবেশন করে ‘ধনধান্য পুষ্পভরা,’ ‘মরে যাব,’ ‘জাদুর শহর,’ এবং ‘আহারে জীবন।’ তাদের পরিবেশনা শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

অনুষ্ঠানের একপর্যায়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন আন্দোলনে আহত আতিকুর রহমান, খোকন চন্দ্র বর্মণ, শহীদ আহনাফের মা, এবং শহীদ সৈকতের বোন।

আয়োজকেরা জানান, কনসার্ট থেকে সংগৃহীত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এ প্রদান করা হবে, যা শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা করে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ