মৌলভীবাজারের মেয়ে শেফা যুক্তরাষ্ট্রের নিউজার্সির ডেপুটি মেয়র

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ৬:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ দিন আগে
  • Print

বাংলাদেশি বংশোদ্ভূত শেফা উদ্দিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সমারসেট কাউন্টির ফ্রাঙ্কলিন সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২৫ সালের ৭ জানুয়ারি, এক অনাড়ম্বর অনুষ্ঠানে সমারসেট কাউন্টির নির্বাহী কর্মকর্তা বার্নিস টিনা জাল্লো শপথ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এটি যুক্তরাষ্ট্রের প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূতদের সফলতার আরেকটি অনন্য উদাহরণ।

শেফা উদ্দিন ২০২২ সালে ফ্রাঙ্কলিন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান নির্বাচিত হন। তাঁর দায়িত্ব পালনের যোগ্যতা এবং নেতৃত্বগুণের কারণে সিটি কাউন্সিলের সর্বসম্মতিক্রমে তাঁকে ডেপুটি মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

শেফার পরিবার মৌলভীবাজার জেলা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করে নিউজার্সিতে স্থায়ী হয়। সেখানেই শেফার জন্ম ও শিক্ষা। তাঁর মা-বাবার প্রেরণায় তিনি একাধারে শিক্ষাক্ষেত্রে এবং প্রশাসনিক দায়িত্ব পালনে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

শেফার সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য নয়, বরং বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। তাঁর এই অর্জন প্রমাণ করে, যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম।

 

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ