শান্তিগঞ্জ সংবাদদাতা :
শান্তিগঞ্জে উপজেলা পরিষদের কার্যক্রম ও সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি), স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ’র সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্ব ও কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি), স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ এর কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ,উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, কেশব দেব।