শাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ৭:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে
  • Print

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ, ৫ জানুয়ারি ২০২৫। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আজ রবিবার সকাল ১১টা থেকে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া যাবে।

আবেদন ফি

ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক আবেদন ফি নিম্নরূপ:

  • এ-১ ইউনিট (বিজ্ঞান): ১,২৫০ টাকা
  • এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার): ১,৪০০ টাকা
  • বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য): ১,২০০ টাকা

যোগ্যতা

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ বা ২০২২ সালে মাধ্যমিক এবং ২০২৩ বা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এ বছর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও থাকছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়:

  • বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য): ২৮ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ টায়
  • এ ইউনিট (বিজ্ঞান): ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩:০০ টায়

আসন সংখ্যা

এ বছর ভর্তির জন্য মোট আসন সংখ্যা:

  • এ ইউনিট (বিজ্ঞান): ৯৮৫টি
  • বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য): ৫৮১টি
    কোটা ভিত্তিক অতিরিক্ত আসন রয়েছে ১০৫টি। এর মধ্যে রয়েছে:
  • মুক্তিযোদ্ধা কোটা: ২৮টি
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/হরিজন-দলিত কোটা: ২৮টি
  • প্রতিবন্ধী কোটা: ১৪টি
  • পৌষ্য কোটা: ২০টি
  • চা শ্রমিক কোটা: ৫টি
  • বিকেএসপি (খেলোয়াড়) কোটা: ১০টি

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ