সস্তায় গরুর মাংস রপ্তানি করতে চেয়েছিল ব্রাজিল, বাধা সনদ জটিলতায়

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ দিন আগে
  • Print

বাংলাদেশে সস্তায় গরুর মাংস রপ্তানির আগ্রহ প্রকাশ করেছিল ব্রাজিল। তবে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রয়োজনীয় সনদ না পাওয়ার কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

সনদ জটিলতায় আটকে গেল রপ্তানি প্রস্তাব

ব্রাজিল প্রতি কেজি গরুর মাংস ৪.৫ মার্কিন ডলারে (প্রায় ৪৯৫ টাকা) রপ্তানি করতে চেয়েছিল। এ বিষয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা গত এপ্রিলে বাংলাদেশ সফরেও আলোচনা করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় সনদ ও অনুমতি না পাওয়ার কারণে বিষয়টি আর এগোয়নি।

রাষ্ট্রদূত পাওলো জানান, ব্রাজিলের গরুর মাংস বিশ্বের অনেক মুসলিমপ্রধান দেশে রপ্তানি হয়। তবে বাংলাদেশে অনুমতির অভাবে তা সম্ভব হয়নি। তিনি প্রাণিসম্পদ ও বাণিজ্য মন্ত্রণালয়ে আলোচনা করেও অনুমতি পাননি।

কৃষি ও প্রযুক্তিতে বিনিয়োগের সম্ভাবনা

রাষ্ট্রদূত আরও বলেন, ব্রাজিল শুধু মাংস নয়, প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশে স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করতে চায়। ব্রাজিলের গরুর দুধ উৎপাদনের হার দিনে ৪৫ কেজি, যেখানে বাংলাদেশের গড় ৭-৮ কেজি। প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশও এ হার বাড়াতে পারে।

‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’

আগামী ১৫-১৮ জুন ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিতব্য ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’-এ দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এই প্রদর্শনীতে বাংলাদেশের ১০০-১৫০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। প্রদর্শনীতে নতুন বাজার খোঁজার পাশাপাশি ব্রাজিলের সয়াবিন, চিনি, ও শিল্প যন্ত্রপাতি আমদানির সুযোগ তৈরি হবে।

বাণিজ্য সম্পর্ক

বর্তমানে ব্রাজিল থেকে বাংলাদেশ বছরে ৩০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করে, যেখানে রপ্তানির পরিমাণ মাত্র ১০০ কোটি ডলার। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতামূলক নয়; বরং সহায়ক বলে জানিয়েছেন ব্রাজিল বাংলাদেশ চেম্বারের সহসভাপতি মো. সাইফুল আলম।

রাষ্ট্রদূতের মতে, দুই দেশের মধ্যে সহযোগিতামূলক বাণিজ্য সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। তবে এর জন্য সনদ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ