সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে
  • Print

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম তারেক আহমদ। তার কাছ থেকে ১,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অভিযান ও আটক

শনিবার (৪ জানুয়ারি) সকালে জকিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তারেককে আটক করা হয়। তিনি উপজেলার দক্ষিণ নোয়াগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশি বক্তব্য

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, আটক তারেক আহমদকে মাদক মামলায় আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ