সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার মিছিল থামছেই না। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সড়কের জগন্নাথপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচজন, যাদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন।