কলেজ ক্যাম্পাসে পরা যাবে না ‘কৃত্রিমভাবে ছেঁড়া’ কোনো পোশাক। গত বুধবার পড়ুয়া এবং কর্মীদের উদ্দেশে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে ভারতের কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ।
হিজাব পরে কলেজে প্রবেশ নিষেধ করায় সম্প্রতি বিতর্ক তৈরি হয় কর্নাটকে। এ নিয়ে মামলাও হয় আদালতে। যার রেশ ছড়ায় দেশজুড়ে। এবার পোশাক বিধি নিয়ে এলো নতুন নির্দেশনা।।
আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ‘কৃত্রিমভাবে ছেঁড়া’ ট্রাউজার্সের প্রসঙ্গ। নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কেউ এমন পোশাক পরে এলে তাকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে নির্দেশিকায়।
শহরের কলেজ পড়ুয়াদের মধ্যে রিপ্ড জিন্স (Ripped Jeans)-এর তুমুল জনপ্রিয়তা। এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে পড়ুয়াদের একাংশ। সূত্র : আনন্দবাজার