দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ইসলামিক পোশাকে দেখা গেছে, যেখানে মাথায় ছিল টুপি। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন তার ভক্তরা।
গত শুক্রবার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্ত্রি কাজাগাম’ (TVK)-এর উদ্যোগে চেন্নাইয়ের রয়াপেট্টাহ ওয়াইএমসিএ গ্রাউন্ডে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩,০০০ অতিথি উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রিতদের মধ্যে ছিলেন স্থানীয় ১৫টি মসজিদের ইমামরা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয় এদিন রোজা পালন করেন এবং ইফতার শেষে নামাজেও অংশ নেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নিউজ ডেস্ক 









