সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এক ঘণ্টার এই বৈঠকে তিনি নির্বাচনী প্রস্তুতি, সংগঠন এবং ঐক্যের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেন।
বৈঠকে তারেক রহমান জানান, এখন পর্যন্ত সিলেট বিভাগের কোনো আসনে কাউকেই ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়নি। তিনি বলেন, “প্রতিটি আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। অনেকেই আগ্রহী, কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। দল যাকে বেছে নেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি নেতাদের উদ্দেশে সতর্ক করে বলেন, “কেউ এমন কাজ করবেন না যার জন্য দলীয় কঠোর ব্যবস্থা নিতে হয়। এটি আমার পছন্দ নয়। আমি চাই সবাই মায়ের মতো দলকে আপন করে নেবে, আর সন্তানের মতো ভালোবাসবে।”
বৈঠক শেষে নেতারা জানান, তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন— দলের সিদ্ধান্তই চূড়ান্ত, কেউ যেন ব্যক্তিগত অবস্থান থেকে দলীয় ঐক্য নষ্ট না করেন।
বিএনপির কেন্দ্রীয় সূত্র মতে, মাঠপর্যায়ের কর্মক্ষমতা, ত্যাগ এবং জনপ্রিয়তার মূল্যায়ন করেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। সিলেট বিভাগের নেতাদের প্রতি তারেক রহমানের এই বার্তা মূলত সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেয়।
নিউজ ডেস্ক 









