Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসি পদে বড় রদবদল : সিলেট বিভাগে ২ জনের পদোন্নতি, আসছেন নতুন ডিসি

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ১২:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩২ জন দেখেছেন

দেশের প্রশাসনে বড় রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা ৮ জন ডিসিকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত ডিসিরা

প্রজ্ঞাপনে জানা যায়, বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পাঠানো হয়েছে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে, বরগুনার ডিসি মো. শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বরগুনার ডিসি হয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জের ডিসি, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরার ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ পিরোজপুরের ডিসি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতার সাতক্ষীরার ডিসি, স্থানীয় সরকার বিভাগের ফেনী উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন বাগেরহাটের ডিসি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার খুলনার ডিসি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেন কুষ্টিয়ার ডিসি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান ভোলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

পদোন্নতি ও বদলি

যুগ্মসচিব হিসেবে পদায়নের মধ্যে রয়েছেন— হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমান (জনপ্রশাসন মন্ত্রণালয়), মাগুরার ডিসি মো. অহিদুল ইসলাম (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ (খাদ্য মন্ত্রণালয়), নোয়াখালীর ডিসি খন্দকার ইসতিয়াক আহমেদ (স্বাস্থ্য সেবা বিভাগ), পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), বগুড়ার ডিসি হোসনা আফরোজা (বিদ্যুৎ বিভাগ) এবং ঢাকার ডিসি তানভীর আহমেদ (মন্ত্রিপরিষদ বিভাগ)।

এ ছাড়া, গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

ডিসি পদে বড় রদবদল : সিলেট বিভাগে ২ জনের পদোন্নতি, আসছেন নতুন ডিসি

সংবাদ আপডেট এর সময় : ১২:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

দেশের প্রশাসনে বড় রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা ৮ জন ডিসিকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত ডিসিরা

প্রজ্ঞাপনে জানা যায়, বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে পাঠানো হয়েছে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে, বরগুনার ডিসি মো. শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বরগুনার ডিসি হয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জের ডিসি, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরার ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ পিরোজপুরের ডিসি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতার সাতক্ষীরার ডিসি, স্থানীয় সরকার বিভাগের ফেনী উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন বাগেরহাটের ডিসি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার খুলনার ডিসি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেন কুষ্টিয়ার ডিসি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমান ভোলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

পদোন্নতি ও বদলি

যুগ্মসচিব হিসেবে পদায়নের মধ্যে রয়েছেন— হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমান (জনপ্রশাসন মন্ত্রণালয়), মাগুরার ডিসি মো. অহিদুল ইসলাম (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ (খাদ্য মন্ত্রণালয়), নোয়াখালীর ডিসি খন্দকার ইসতিয়াক আহমেদ (স্বাস্থ্য সেবা বিভাগ), পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), বগুড়ার ডিসি হোসনা আফরোজা (বিদ্যুৎ বিভাগ) এবং ঢাকার ডিসি তানভীর আহমেদ (মন্ত্রিপরিষদ বিভাগ)।

এ ছাড়া, গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়াজ্জম আহমদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক (যুগ্মসচিব) করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।”