Dhaka ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রেক্ষাগৃহে ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বলী’

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৪ জন দেখেছেন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে আসছে ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালিত চলচ্চিত্র ‘বলী’। প্রযোজক পিপলু আর খান জানান, ৭ ফেব্রুয়ারি এটি মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেট লাভ করা এই সিনেমাটি ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার অর্জন করেছিল।

প্রযোজক পিপলু আর খান বলেন, ‘আমরা মূলত ১৪ ফেব্রুয়ারি মুক্তির পরিকল্পনা করেছিলাম। তবে পরিচালকের সঙ্গে আলোচনার পর ৭ ফেব্রুয়ারিতেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করি। অল্প সময়ের মধ্যেই মুক্তির প্রস্তুতি সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি।’

পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, মুক্তিকে কেন্দ্র করে তিনি ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, ‘ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৭ ফেব্রুয়ারির তারিখ চূড়ান্ত করেছি। মুক্তির পূর্ববর্তী কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে।’

‘বলী’ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২৩ সালে সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি উৎসবে সিনেমাটি অংশ নেয়। সর্বশেষ এটি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।

পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বেড়ে ওঠার ফলে সমুদ্র ও স্থানীয় ঐতিহ্যের প্রতি তাঁর বিশেষ টান রয়েছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় এবং পরবর্তী সময়ের ঘটনাগুলো তাঁর চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

‘বলী’ চলচ্চিত্রটি চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী বলীখেলা ও স্থানীয় সংস্কৃতিকে ঘিরে নির্মিত। ২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। আরও রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম ও এনজেল। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ থেকে এটি অস্কারে প্রতিনিধিত্ব করেছে।

দেশের সিনেমাপ্রেমীদের জন্য ‘বলী’ এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

দেশের প্রেক্ষাগৃহে ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বলী’

সংবাদ আপডেট এর সময় : ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে আসছে ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালিত চলচ্চিত্র ‘বলী’। প্রযোজক পিপলু আর খান জানান, ৭ ফেব্রুয়ারি এটি মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেট লাভ করা এই সিনেমাটি ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার অর্জন করেছিল।

প্রযোজক পিপলু আর খান বলেন, ‘আমরা মূলত ১৪ ফেব্রুয়ারি মুক্তির পরিকল্পনা করেছিলাম। তবে পরিচালকের সঙ্গে আলোচনার পর ৭ ফেব্রুয়ারিতেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করি। অল্প সময়ের মধ্যেই মুক্তির প্রস্তুতি সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি।’

পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, মুক্তিকে কেন্দ্র করে তিনি ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, ‘ডিস্ট্রিবিউটর ও হল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৭ ফেব্রুয়ারির তারিখ চূড়ান্ত করেছি। মুক্তির পূর্ববর্তী কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে।’

‘বলী’ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২৩ সালে সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বেশ কয়েকটি উৎসবে সিনেমাটি অংশ নেয়। সর্বশেষ এটি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।

পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বেড়ে ওঠার ফলে সমুদ্র ও স্থানীয় ঐতিহ্যের প্রতি তাঁর বিশেষ টান রয়েছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় এবং পরবর্তী সময়ের ঘটনাগুলো তাঁর চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

‘বলী’ চলচ্চিত্রটি চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী বলীখেলা ও স্থানীয় সংস্কৃতিকে ঘিরে নির্মিত। ২০২১ সালে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দীন খান। আরও রয়েছেন প্রিয়াম অর্চি, ইতমাম ও এনজেল। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ থেকে এটি অস্কারে প্রতিনিধিত্ব করেছে।

দেশের সিনেমাপ্রেমীদের জন্য ‘বলী’ এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করা যাবে।