সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোকাদ্দেসকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে কমিশনের নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থপতি ইফতেখার রহমান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।
ঘোষণার সময় উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানান। জবাবে উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, “নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে অতি শিগগিরই রোডম্যাপ প্রকাশ করবে।”
নিউজ ডেস্ক 









