Dhaka ০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদাপাথর যাওয়ার পথে প্রাণ গেল জিয়াউল হকের

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৩৪ জন দেখেছেন

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন—সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে শিশু সিনানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি অটোরিকশা সাদাপাথর পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে পৌঁছালে শাহ আরেফিন টিলার পাথরবাহী একটি ট্রাক্টর দ্রুতগতিতে মহাসড়কে উঠে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন, “নিহত জিয়াউল হক পরিবারসহ সিলেটে বেড়াতে এসেছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদেরও সেখানে ভর্তি করা হয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সাদাপাথর যাওয়ার পথে প্রাণ গেল জিয়াউল হকের

সংবাদ আপডেট এর সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী ট্রাক্টরের চাপায় মো. জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন—সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং সিএনজি চালক রমজান আলী। এদের মধ্যে শিশু সিনানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে পর্যটকবাহী সিএনজি অটোরিকশা সাদাপাথর পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে পৌঁছালে শাহ আরেফিন টিলার পাথরবাহী একটি ট্রাক্টর দ্রুতগতিতে মহাসড়কে উঠে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন, “নিহত জিয়াউল হক পরিবারসহ সিলেটে বেড়াতে এসেছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদেরও সেখানে ভর্তি করা হয়েছে।”