Dhaka ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে উন্নয়নে বৈষম্য: রাজপথে অবস্থান কর্মসূচিতে সাবেক মেয়র আরিফ

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৫০ জন দেখেছেন

সিলেটের উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (২ নভেম্বর) সকাল থেকে সিলেট মহানগরের সিটি পয়েন্ট এলাকায় তিনি সিলেটবাসীকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গেছে।

আরিফের হুঁশিয়ারি

কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন,

“সিলেটের সঙ্গে উন্নয়ন নিয়ে চরম বৈষম্য করা হচ্ছে। আমরা বছরের পর বছর উপেক্ষিত। এর প্রতিবাদেই আজ রাজপথে নেমেছি। সরকারের কাছ থেকে যৌক্তিক জবাব না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তাঁর বক্তব্যের পর একে একে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থান কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়

আন্দোলনের পটভূমি

এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমারপাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেন সাবেক মেয়র আরিফ। তিনি জানান,

“সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন।”

এই লক্ষ্যে ‘সিলেট আন্দোলন’ নামে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে, যেখানে বিএনপি ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।

মশাল মিছিলের মধ্য দিয়ে প্রস্তুতি

অবস্থান কর্মসূচির আগের দিন, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরে একটি মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন,

“সিলেটের ন্যায্য প্রাপ্য আদায়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। এখনই সময় সিলেটবাসীর দাবি জানানোর।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সিলেটে উন্নয়নে বৈষম্য: রাজপথে অবস্থান কর্মসূচিতে সাবেক মেয়র আরিফ

সংবাদ আপডেট এর সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

সিলেটের উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (২ নভেম্বর) সকাল থেকে সিলেট মহানগরের সিটি পয়েন্ট এলাকায় তিনি সিলেটবাসীকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গেছে।

আরিফের হুঁশিয়ারি

কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন,

“সিলেটের সঙ্গে উন্নয়ন নিয়ে চরম বৈষম্য করা হচ্ছে। আমরা বছরের পর বছর উপেক্ষিত। এর প্রতিবাদেই আজ রাজপথে নেমেছি। সরকারের কাছ থেকে যৌক্তিক জবাব না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তাঁর বক্তব্যের পর একে একে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থান কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়

আন্দোলনের পটভূমি

এর আগে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমারপাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেন সাবেক মেয়র আরিফ। তিনি জানান,

“সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন।”

এই লক্ষ্যে ‘সিলেট আন্দোলন’ নামে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে, যেখানে বিএনপি ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।

মশাল মিছিলের মধ্য দিয়ে প্রস্তুতি

অবস্থান কর্মসূচির আগের দিন, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরে একটি মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন,

“সিলেটের ন্যায্য প্রাপ্য আদায়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। এখনই সময় সিলেটবাসীর দাবি জানানোর।”