Dhaka ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে এক সপ্তাহের অভিযানে যা পেল পুলিশ

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৭ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেট নগরীজুড়ে অপরাধ দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি এখন নতুন গতি পেয়েছে। টানা এক সপ্তাহের অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য, গ্রেফতার করেছে দুই শতাধিক অপরাধী, আর বন্ধ করেছে অসামাজিক কার্যকলাপের বহু আস্তানা। এই অভিযানকে ঘিরে এখন শহরজুড়ে আলোচনার ঝড়।

সপ্তাহব্যাপী এই অভিযানে পুলিশ ২৫০ পিস ইয়াবা, ৫৮৭ বোতল বিদেশী মদ, ২০০ গ্রাম গাঁজা ও ১০২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধেও চালানো হয়েছে বিশেষ অভিযান, যেখানে উদ্ধার হয় কোটি টাকারও বেশি মূল্যের বিদেশি পণ্য

এসএমপি সূত্র জানায়, অভিযানে জব্দ করা হয় ভারতীয় অবৈধ ২ হাজার ৭১ পিস শাড়ি, ৩১ প্যাকেট চকলেট, ১ হাজার ৬০০ পিস স্কিন কেয়ার ক্রিম, ১ লাখ ৬৮ হাজার বিড়ি এবং ৭৭০ প্যাকেট বিদেশি সিগারেট। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।

এছাড়া গ্রেফতার করা হয়েছে অসামাজিক কার্যকলাপে জড়িত ১২ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন, চিহ্নিত চোর ২৪ জনসহ মোট দুই শতাধিক ব্যক্তি। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে ৪৬৯টি যানবাহন আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ৬টি হোটেল সিলগালা করা হয়—যেগুলোতে নিয়মিতভাবে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ ছিল।

নগরবাসীর অনেকে বলছেন, পুলিশের এমন দৃশ্যমান ও ধারাবাহিক অভিযান দীর্ঘদিন পর দেখা গেল। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে সিলেট হবে একটি ‘অপরাধমুক্ত ও নিরাপদ শহর’।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,

“সিলেটকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করাই আমাদের লক্ষ্য। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সিলেটে এক সপ্তাহের অভিযানে যা পেল পুলিশ

সংবাদ আপডেট এর সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেট নগরীজুড়ে অপরাধ দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি এখন নতুন গতি পেয়েছে। টানা এক সপ্তাহের অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) উদ্ধার করেছে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য, গ্রেফতার করেছে দুই শতাধিক অপরাধী, আর বন্ধ করেছে অসামাজিক কার্যকলাপের বহু আস্তানা। এই অভিযানকে ঘিরে এখন শহরজুড়ে আলোচনার ঝড়।

সপ্তাহব্যাপী এই অভিযানে পুলিশ ২৫০ পিস ইয়াবা, ৫৮৭ বোতল বিদেশী মদ, ২০০ গ্রাম গাঁজা ও ১০২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। পাশাপাশি চোরাচালানের বিরুদ্ধেও চালানো হয়েছে বিশেষ অভিযান, যেখানে উদ্ধার হয় কোটি টাকারও বেশি মূল্যের বিদেশি পণ্য

এসএমপি সূত্র জানায়, অভিযানে জব্দ করা হয় ভারতীয় অবৈধ ২ হাজার ৭১ পিস শাড়ি, ৩১ প্যাকেট চকলেট, ১ হাজার ৬০০ পিস স্কিন কেয়ার ক্রিম, ১ লাখ ৬৮ হাজার বিড়ি এবং ৭৭০ প্যাকেট বিদেশি সিগারেট। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।

এছাড়া গ্রেফতার করা হয়েছে অসামাজিক কার্যকলাপে জড়িত ১২ জন, মাদক ব্যবসায়ী ১৬ জন, তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন, চিহ্নিত চোর ২৪ জনসহ মোট দুই শতাধিক ব্যক্তি। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে ৪৬৯টি যানবাহন আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ৬টি হোটেল সিলগালা করা হয়—যেগুলোতে নিয়মিতভাবে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ ছিল।

নগরবাসীর অনেকে বলছেন, পুলিশের এমন দৃশ্যমান ও ধারাবাহিক অভিযান দীর্ঘদিন পর দেখা গেল। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে সিলেট হবে একটি ‘অপরাধমুক্ত ও নিরাপদ শহর’।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,

“সিলেটকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত নগরীতে পরিণত করাই আমাদের লক্ষ্য। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”