সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ছুরিকাঘাতে নিহত যুবক ডালিম মিয়া হত্যা মামলার অন্যতম আসামি রাজ আহমদ ওরফে আব্দুল আহাদ (২৪)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সিলেটের ক্বীন ব্রীজ এলাকায় পূর্বপরিচিত চোর-ছিনতাইকারী চক্রের সদস্যরা ডালিম মিয়াকে আক্রমণ করে। এসময় রাজ আহমদ ভিকটিমকে পেছন থেকে ধরে রাখে, আর শেখ মনির ওরফে কালা মনির ডালিমের বাম উরুতে ছুরিকাঘাত করে। অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে।
ডালিম মিয়া চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলেও আতঙ্ক সৃষ্টি করে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন (৮ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের মা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ১নং গেইট মুরাদপুর এলাকায় র্যাব-৯ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে রাজ আহমদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজ আহমদের বিরুদ্ধে কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানায় আরও দুইটি মামলা রয়েছে। উল্লেখ্য, এর আগে ১১ আগস্ট ডালিম হত্যা মামলার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেফতার করেছিল পুলিশ।
র্যাব-৯ জানিয়েছে, গ্রেফতারকৃত রাজ আহমদকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক 









