Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০১:০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৫০ জন দেখেছেন

সিলেট, ৬ নভেম্বর ২০২৫: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালী মডেল থানার কালিঘাট আমজাদ আলী রোডস্থ পেঁয়াজ পট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিভিন্ন দোকানে তল্লাশি চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মোট ৫১৩ বস্তায় ২৫ হাজার ৬৫০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

অভিযান শেষে ডিবি পুলিশ অবৈধভাবে আমদানি করা এসব পেঁয়াজ জব্দ করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় পলাতক এজাহারনামীয় ৬ জন ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, অবৈধভাবে ভারতীয় পণ্য আমদানি ও বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সিলেটে ডিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ

সংবাদ আপডেট এর সময় : ০১:০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

সিলেট, ৬ নভেম্বর ২০২৫: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোতোয়ালী মডেল থানার কালিঘাট আমজাদ আলী রোডস্থ পেঁয়াজ পট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে বিভিন্ন দোকানে তল্লাশি চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মোট ৫১৩ বস্তায় ২৫ হাজার ৬৫০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

অভিযান শেষে ডিবি পুলিশ অবৈধভাবে আমদানি করা এসব পেঁয়াজ জব্দ করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় পলাতক এজাহারনামীয় ৬ জন ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, অবৈধভাবে ভারতীয় পণ্য আমদানি ও বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।