সিলেট নগরীর তালতলার একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা দেড়টার দিকে তালতলাস্থ হোটেল বিলাসে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)।
অভিযান শেষে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।
এর আগে গত ১৩ অক্টোবর অনৈতিক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ সিলগালা করেছিল পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র জানায়, নগরীর হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও কিছু হোটেল নির্দেশনা অমান্য করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক 









