দীর্ঘ প্রায় এক যুগ ধরে বন্ধ থাকা কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের ভাটেরা বাজার রেলওয়ে স্টেশন চালুর দাবিতে ঈদের দিনে মানববন্ধন করলো ভাটেরাবাসী।
সিলেট শহরে বসবাসরত কুলাউড়া উপজেলার ভাটেরাবাসীদের সংগঠন ‘ভাটেরিয়ান সিলেট’ এর উদ্যোগে ও ভাটেরা ইউনিয়ন পরিষদ, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতি, রুরাল এডুকেশন সোসাইটি (রেডস), হাকালুকি হাওরের দক্ষিণ-পশ্চিম তীরের অধিবাসীবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে ঈদের দিন (সোমবার) বিকেলে ভাটেরা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাটেরিয়ান সিলেট-এর সভাপতি মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোস্তফিজুর রহমান খান টিপু ও সহ-সভাপতি শামীম আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনকালে বক্তব্য রাখেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ এ. কে. এম. নজরুল ইসলাম, ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সাবেক সভাপতি শাহ আজিজুর রহমান পারুল, বর্তমান সভাপতি আকমল হোসেন তালুকদার, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, ভাটরিয়ান সিলেট এর সহসভাপতি মো: শফিক মিয়া, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হামিদ খান, ভাটেরিয়ান সিলেট এর সহসভাপতি আহমদ কবির রিপন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান, ভাটেরিয়ান সিলেট এর কোষাধ্যক্ষ মনির উদ্দিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খান, মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের প্রভাষক হাফিজ তাজুল ইসলাম, বড়লেখা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, নবীনচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ, মৌলভীবাজার বারের আইনজীবী এডভোকেট তোফায়েল আহমদ সবুজ, ভাটেরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম, ২নং ওয়ার্ড সদস্য মোঃ মজিদ মিয়া, ৩নং ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম সিদ্দেকী, ৪নং ওয়ার্ড সদস্য শাহ মোঃ আব্দুল লতিফ, ৬নং ওয়ার্ড সদস্য শেখ সাইদুল ইসলাম পাখি, সামাজিক সংগঠন রেডস-এর সভাপতি নোমান আহমদ, ভাটেরা গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক কাওসার আহমদ মুন্না, সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, ভাটেরা ইউনিয়ন জাসদের সভাপতি জামাল খান, কাতার প্রবাসী হারুনুর রশীদ, ভাটেরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুকন, ভাটেরিয়ান আরব আমিরাতের সাধারণ সম্পাদক শামসুল করিম জাহাঙ্গীর প্রমুখ। এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সহস্রাধিক ভাটেরাবাসী উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা অবিলম্বে আন্ত:নগর ট্রেনের স্টপেজসহ স্টেশন মাস্টার নিয়োগ করে ভাটেরা রেলওয়ে স্টেশনটি চালুকরণের দাবি জানান। তারা ভাটেরা বাজার রেলওয়ে স্টেশন পুনরায় চালুর দাবি আদায়ে যেকোন কর্মসূচিতে ভাটেরাবাসীসহ পার্শ্ববর্তী এলাকার মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার আহবান জানান।
উল্লেখ্য যে, আখাউড়া-সিলেট রেল সেকশনের ভাটেরা রেলওয়ে স্টেশনটি ১৯৭৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। উদ্বোধন করেন জাতীয় চার নেতার অন্যতম তৎকালীন যোগাযোগমন্ত্রী ক্যাপ্টেন এম. মনসুর আলী। ২০১০ সালে জনবলের অভাবে বন্ধ হয়ে যায়। স্টেশনটি বন্ধ থাকায় ভাটেরাসহ ৩টি ইউনিয়নের বিপুল জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সরকার বঞ্চিত হচ্ছে বিপুল রাজস্ব থেকে। বিজ্ঞপ্তি