মেধাবী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মেয়র আরিফ

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে
  • Print

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান যুগ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রসারের যুগ। বিজ্ঞানের উৎকর্ষতার কারণে মানুষের জীবনযাত্রা ক্রমশই উন্নত হচ্ছে। মানুষ দিন দিন বিজ্ঞানের দিকে ঝুঁকছে। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তির সমন্বয় করে মেধার রাজ্যে বিচরণ করতে হবে। মেধাবী হওয়ার পাশাপাশি তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ের বিকল্প নেই। তরুণ শিক্ষার্থীদের বিদেশমুখীতা থেকে ফিরে এসে নিজের ক্যারিয়ার গঠনের প্রতি জোর দিতে হবে।

তিনি মঙ্গলবার সকালে সিলেটের জালালাবাদ কলেজের একাদশ শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।জালালাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হায়াতুল ইসলাম আখঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর সায়েম আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক আয়েশা বেগম, সহকারী অধ্যাপক আব্দুস শাকুর, সহকারী অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।কলেজের প্রভাষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কবির আহমদ, বিপ্লব চন্দ্র দাস, নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন একারানী চন্দ্র, রুবেল আহমদ।

এছাড়া শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন ফাহিমা সুলতানা, সালমা, ফারুক আহমেদ, নজরুল ইসলাম, মেহেদি হাসান জাবেদ, নাবিলা রহমান চৌধুরী, তাহসিন সিদ্দিকা, সাজিদুর রহমান মুরাদ, সাব্বির আহমদ মিজান, সাদিক আহমদ রুবেল, মো: বেলাল আহমদ, জামিল আহমদ, জুবায়ের আহমদ ও মাহমুদুর রহমান সামি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জালালাবাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হায়াতুল ইসলাম আখঞ্জী বলেন, আমরা জাতিকে একটি মেধাবী তরুণ প্রজন্ম উপহার দিতে চাই। এজন্য প্রয়োজন কঠিন পরিশ্রম। এসএসসি উত্তীর্ণ হওয়ার পর কলেজ জীবনে প্রবেশ মানে উচ্চশিক্ষার সিঁড়িতে পা দেয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামুলক কমে যায়। এর প্রভাব পড়ে এইচএসসির ফলাফলে। এতে বদনাম হয় প্রতিষ্ঠানের। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ১ম স্মার্ট হিসেবে যাত্রা করা জালালাবাদ কলেজ সত্যিকারের স্মার্ট মেধাবী শিক্ষার্থী তৈরীতে সফল হবে বলে আমাদের প্রত্যাশা। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ