আজ রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিয়ায় নতুন অধ্যায়: ইসরায়েলের কৌশলগত অভিযান

  • আপডেট টাইম : ডিসেম্বর ১৩, ২০২৪ ৩:৪৩ পূর্বাহ্ণ

সিরিয়ার রাজনৈতিক ও সামরিক সংকট এক নতুন মোড়ে প্রবেশ করেছে। বাশার আল-আসাদ সরকারের পতনের পর দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। এমনকি, জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে নিরস্ত্রীকরণ অঞ্চলের সীমা অতিক্রম করে সিরিয়ার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলের সেনারা।

গোলান মালভূমি ও বাফার জোনের নতুন বাস্তবতা
১৯৭৪ সালে অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে সিরিয়া ও ইসরায়েলের সীমান্তে গড়ে তোলা হয়েছিল বাফার জোন। তবে বর্তমান পরিস্থিতিতে এই অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। ইসরায়েল দাবি করছে, তারা চিরদিনের জন্য গোলান মালভূমি এবং এর সংলগ্ন বাফার জোনকে নিজেদের অংশ হিসেবে রাখবে।

ইসরায়েলের অভিযান: কারণ ও কৌশল
ইসরায়েল তাদের সাম্প্রতিক হামলাগুলোকে যৌক্তিক করার জন্য বলছে, তারা সিরিয়ার সামরিক অস্ত্রাগার ও গবেষণা কেন্দ্রগুলো ধ্বংস করছে। তাদের দাবি, এসব অস্ত্র চরমপন্থী গোষ্ঠীগুলোর হাতে পড়তে পারে। যদিও ইরান এই দাবি অস্বীকার করে জানিয়েছে, সিরিয়ায় তাদের কোনো সামরিক উপস্থিতি নেই।

ভূখণ্ড দখল ও আঞ্চলিক আধিপত্যের কৌশল
ইসরায়েল ইতিমধ্যেই সিরিয়ার বেশ কিছু অঞ্চলে সামরিক অগ্রগতি করেছে। গোলান মালভূমি থেকে শুরু করে দামেস্কের উপকণ্ঠ পর্যন্ত তারা সাঁজোয়া যান নিয়ে অগ্রসর হয়েছে। সিরিয়ার সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং লেবানন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা চালিয়ে তারা কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা করছে।

ভবিষ্যতের ইঙ্গিত: একটি বিভক্ত সিরিয়া?
ইসরায়েলের কৌশল বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়া আরও ছোট ছোট অঞ্চলে বিভক্ত হতে পারে। এই সম্ভাবনা ইসরায়েলের জন্য নতুন সম্পর্ক স্থাপনের সুযোগ তৈরি করছে। ইসরায়েলি নীতিনির্ধারকেরা সিরিয়ার দ্রুজ এবং কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা করছেন।

নতুন বাস্তবতা
ইসরায়েলের এই পদক্ষেপ সিরিয়ার অভ্যন্তরীণ সংকটকে আরও ঘনীভূত করছে। একদিকে সিরিয়ার জনগণ যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির শিকার, অন্যদিকে ইসরায়েলের আক্রমণ তাদের জন্য নতুন হুমকি তৈরি করেছে। আন্তর্জাতিক মহল বিষয়টি পর্যবেক্ষণ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সিরিয়ার এই নতুন অধ্যায় শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নয়, বিশ্বব্যাপী শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।

 

 

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...