ইসকন নিয়ে মন্তব্য করায় আলীগড় বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি নিষিদ্ধ

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ৫:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ৩ মাস আগে
  • Print

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ এবং ভারতীয় নারী নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে। একই ঘটনায় আরেক শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, এই দুই শিক্ষার্থী হলেন মেহমুদ হাসান এবং সামিউল ইসলাম। মেহমুদ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সামিউল এলএলবি কোর্সে ভর্তি ছিলেন। বর্তমানে তারা বাংলাদেশে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই শিক্ষার্থী আর কখনোই এএমইউতে ভর্তি হতে পারবেন না।

তৃতীয় শিক্ষার্থী, মোহাম্মদ আরিফুর রহমান, যিনি বর্তমানে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত, তাকে সতর্ক করা হয়েছে। তার পড়াশোনা শেষ হলে বিশ্ববিদ্যালয়ে আর কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না বলে জানানো হয়েছে।

কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত গত মাসে, যখন হিন্দুধর্মীয় পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর বাংলাদেশে ইসকন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই সময় বাংলাদেশি এই শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে ইসকন সম্পর্কে মন্তব্য করেন, যা ভারতে বিতর্ক সৃষ্টি করে।

এএমইউয়ের এক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে এই সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ বিদ্বেষের প্রেক্ষাপট

সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিতর্ক বাড়ছে। এর প্রভাব বাংলাভাষী ভারতীয়দের ওপরও পড়ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ