হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য শূকর শিকারের পর মাংস ভাগাভাগি করার সময় চার শিকারিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। শনিবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন:
তাঁরা সবাই মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের মহাজিল গ্রামের বাসিন্দা।
বন বিভাগ সূত্রে জানা যায়, চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে শিকারি চক্রটি দীর্ঘদিন ধরে ফাঁদ পেতে বন্য প্রাণী শিকার করে আসছিল। শনিবার দুপুরে চক্রটি একটি বন্য শূকর শিকার করে মাংস ভাগাভাগি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
বন কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা শুধু বন্য শূকর নয়, উদ্যানে থাকা মায়া হরিণ ও ভালুকের ওপরও নজরদারি করছিল। তাঁরা নিয়মিত বন্য প্রাণী শিকার করে মাংস বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃত চার শিকারির বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম বন্য প্রাণী সংরক্ষণ এলাকা। এই ধরনের শিকার ও পাচার রোধে বন বিভাগের অভিযান জোরদার করা হয়েছে।