ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার এক দিনের মাথায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আইনের প্রতি শ্রদ্ধাশীল পরীমণি
জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে পরীমণি বলেন, “শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আপনাদের সবার সাপোর্ট আমাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে। আমি ন্যায়বিচার পাব বলে আশা করি। সত্যের জয় হবেই।”
পাল্টা মামলা নিয়ে প্রতিক্রিয়া
পরীমণি বলেন, “আমি একটি মামলা করার আড়াই বছর পর পাল্টা মামলা করা হয়েছে। এটি আমাকে দমনের চেষ্টা ছাড়া কিছু নয়। আমি আশাহত নই, বরং ন্যায়ের প্রতি আস্থা রাখি।”
নিজের অবস্থান নিয়ে বক্তব্য
কোনও গোষ্ঠী তার কাজে বাধা সৃষ্টি করলে তিনি তা মেনে নেবেন না উল্লেখ করে বলেন, “অন্যায় দেখলে আমি কখনো চুপ থাকিনি। আগামীতেও থাকব না। আমার গায়ে লাগলে কাউকে ছেড়ে কথা বলব না।”
মামলার প্রেক্ষাপট
গত বছর পিবিআই পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদীর বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সত্যতা পায়। আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের হাজির হওয়ার নির্দেশ দেয়। পরীমণি ও জুনায়েদ আদালতে হাজির হয়ে জামিন নেন।