নিউজিল্যান্ড ডিজিটাল যাযাবরদের (Digital Nomads) আকৃষ্ট করতে নোম্যাড ভিসার নিয়ম শিথিল করেছে। এখন বিদেশি কর্মীরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থান করে রিমোট জব করতে পারবেন। ভিসার মেয়াদ ৯ মাস পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকলেও, অতিরিক্ত সময়ের জন্য কর দিতে হতে পারে।
নোম্যাড ভিসা এমন এক ধরনের অনুমোদন, যা একজন কর্মীকে নির্দিষ্ট একটি দেশে থেকে বিশ্বের যে কোনো জায়গার জন্য দূরবর্তীভাবে (Remote Work) কাজ করার সুযোগ দেয়। মূলত যারা অনলাইনে কাজ করেন এবং দেশভেদে ঘুরে ঘুরে কাজ করতে চান, তাদের জন্যই এ ধরনের ভিসা উপযোগী।
কোভিড-১৯ মহামারির পর নিউজিল্যান্ডের পর্যটন খাত ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। বর্তমান অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে সরকার পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে এই নতুন উদ্যোগ নিয়েছে। নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানিয়েছেন, নোম্যাড ভিসা সহজ করার ফলে দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
নিউজিল্যান্ড বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে নোম্যাড ভিসার সুযোগ সহজ করেছে। ইতোমধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, স্পেন ও পর্তুগাল এ ধরনের ভিসা চালু করেছে। তবে কিছু অঞ্চলে রিমোট কর্মীদের সংখ্যা বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে, যেমন- দক্ষিণ আফ্রিকার কেপটাউন।