টিসিবির সার্ভার জটিলতা, দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরলেন

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ৬:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে
  • Print

রাঙামাটিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফ্যামিলি কার্ড যাচাই-বাছাই শেষে স্মার্টকার্ডে রূপান্তর করার পরও কার্ড জটিলতার কারণে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পণ্য বিতরণ সম্ভব হয়নি।

সকালে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে টিসিবির পণ্য নিতে আসা উপকারভোগীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর সার্ভার সমস্যার কারণে খালি হাতে ফিরে যান। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা।

দীর্ঘ অপেক্ষার পরেও পণ্য পেলেন না উপকারভোগীরা

সকাল থেকে ২ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর জানানো হয়, স্মার্টকার্ডের সার্ভার জটিলতার কারণে আজ পণ্য দেওয়া সম্ভব নয়। এতে নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই আগে টিসিবির পণ্য পেলেও স্মার্টকার্ড না পাওয়ায় ভবিষ্যতে পণ্য পাবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তায় আছেন।

কী পণ্য দেওয়ার কথা ছিল?

টিসিবির পণ্য বিক্রেতা জাবেদ জানান, স্মার্টকার্ডধারীরা নির্ধারিত দামে চাল, ডাল, ভোজ্যতেল ও চিনি কিনতে পারতেন।

  • তেল: ১০০ টাকা লিটার (২ লিটার)
  • মসুর ডাল: ৬০ টাকা কেজি (২ কেজি)
  • চাল: ৩০ টাকা কেজি (৫ কেজি)
  • চিনি: ৭০ টাকা কেজি (১ কেজি)

তবে সার্ভার সমস্যার কারণে বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে, পরবর্তী তারিখ পরে জানানো হবে।

স্মার্টকার্ড না পাওয়ায় অনিশ্চয়তা

রাঙামাটি পৌরসভা সূত্রে জানা যায়, আগে ১৫,০৫৯ জনের ফ্যামিলি কার্ড থাকলেও স্মার্টকার্ড পেয়েছেন মাত্র ৯,৬৭১ জন। বাকিরা কার্ড না পাওয়ায় বিতরণ তালিকা থেকে বাদ পড়েছেন।

কর্তৃপক্ষ কী বলছে?

রাঙামাটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার বলেন, “সিমের সঙ্গে কার্ডের অনলাইন অ্যাক্টিভেশন এখনো হয়নি। টেকনিক্যাল সমস্যার কারণে আজ পণ্য দেওয়া সম্ভব হয়নি, তবে দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।”

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ