সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবার গরু নয়, বরং গরুর মাংস পাচার করতে গিয়ে ধরা পড়েছে চোরাকারবারীরা।
বিজিবির অভিযানে কী উদ্ধার হয়েছে?
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ৪৮ বিজিবির আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়—বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ এবং বিছনাকান্দি বিওপি (বর্ডার আউট পোস্ট) কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় মহিষ, গরুর মাংস, কমলা, চিনি, মেহেদী, চকলেট, ফেন্সিডিল এবং অন্যান্য চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারের জন্য ব্যবহৃত একটি প্রাইভেট কারও আটক করা হয়েছে।
জব্দকৃত মালামালের মূল্য
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ ১৩ হাজার ১০০ টাকা।
বিজিবির প্রতিক্রিয়া
৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।