ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবরোধের কারণে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, আজ সোমবার বিকেলে কমলাপুর থেকে ছেড়ে আসা দুটি ট্রেন মহাখালী পর্যন্ত গিয়ে আটকে যায়। শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় বিকেল ৩:৪৫ মিনিট থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পাঁচ দিনের আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা আজ মহাখালী রেলক্রসিং অবরোধ করেন।
আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানালেও তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থলে দেখা গেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে লাইনের ওপর বসে ও শুয়ে প্রতিবাদ করছেন।
শিক্ষার্থীদের বাধার মুখে উপকূল এক্সপ্রেস ট্রেনটি উল্টো পথে ফিরে গেছে।
ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, “ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং তাদের নির্দেশ অনুযায়ী ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নেওয়া হয়েছে।”
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, “শিক্ষার্থীরা উপকূল এক্সপ্রেস আটকে দেওয়ায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। পদ্মা সেতু রুট ও নারায়ণগঞ্জ লাইন চালু থাকলেও সেখানে সন্ধ্যার আগে কোনো ট্রেন চলাচল নেই।”
তিনি আরও জানান, “মহাখালী রেলক্রসিং অবরোধের ফলে দেশের অধিকাংশ রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে, কারণ বেশিরভাগ ট্রেন এই রুট দিয়েই চলাচল করে।”
পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।