সিলেট মহানগরীতে চালানো বিশেষ অভিযানে অনলাইন ভিত্তিক জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত আরও পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ৯টার পর নগরীর নবাব রোডের মজুমদারপাড়া ১ নম্বর গলির একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—বাদামবাগিচা ৪ নম্বর রোডের আফছর মিয়ার কলোনির শমসের উদ্দিনের ছেলে আবদুন নূর (৫৪), লন্ডনী রোডের ৮১ নম্বর বাসার নুরাজ মিয়ার ছেলে বিলাল আহমদ (৫১), জালালাবাদ থানার লালমাটিয়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জান্নাত মিয়া (৩৫), চৌকিদেখি এলাকার আবদুল্লা মিয়ার ছেলে সেলিম মিয়া (৪০) এবং কাজিটুলা মক্তব গলির মহর উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া (৩৯)।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়ার বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে অপরাধ প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।