আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানমন্ডি ৩২ নম্বর: ভবন ভাঙার সময় বই ও অন্যান্য সামগ্রী সংগ্রহে ব্যস্ত অনেকে

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ভবনের পেছনের ছয়তলা ভবনটি ভাঙার কাজ চলছে। ভাঙার সময় সেখানে বিভিন্ন ব্যক্তি বই, স্টিল, লোহা, কাঠ, টিনসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে এই চিত্র দেখা যায়। সকাল থেকে ভবনটি ভাঙার কাজ শুরু হয় এবং বেলা ১১টার মধ্যে এর বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

ভাঙার সময় বই ও অন্যান্য সামগ্রী সংগ্রহ

প্রত্যক্ষদর্শীদের মতে, শত শত মানুষ ছয়তলা ভবনটিতে প্রবেশ করেন এবং বিভিন্ন সামগ্রী নিয়ে বেরিয়ে আসেন। বিশেষ করে, ভবনের ভেতর থেকে হাতুড়ির শব্দ শোনা যায় এবং বিভিন্ন সামগ্রী নিচে ফেলা হয়।

ভবন থেকে সংগৃহীত সামগ্রীর মধ্যে বেশিরভাগই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ওপর লেখা বই। এসব বইয়ের মধ্যে রয়েছে:

  • ‘অসমাপ্ত আত্মজীবনী’
  • ‘কারাগারের রোজনামচা’
  • ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ভলিউম-৩)’
  • ‘জনসমুদ্রে এক মহামানব’
  • ‘জাতির জনক ও শেখ রাসেল’

অনেকেই এসব বই কার্টনে বা হাতে করে নিয়ে যাচ্ছেন।

ভাঙারি মালামাল সংগ্রহ ও বিক্রয়

ভাঙার সময় স্টিল, লোহা ও কাঠের বিভিন্ন কাঠামো সংগ্রহ করছেন নিম্ন আয়ের মানুষজন। তাঁরা এসব সামগ্রী সংগ্রহ করে রিকশায় করে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় এক ব্যক্তি, আল আমিন, বলেন, ‘আমি লোহার কিছু কাঠামো নিচ্ছি, বিক্রি করে খাবার কিনব।’

ভাঙার কাজে বাধা ও প্রতিবাদ

ভবন ভাঙার সময় ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হন, কেউ ছবি তোলেন, কেউ ভিডিও করেন। সকাল সাড়ে ১০টার দিকে এক্সকাভেটর দিয়ে ভবন ভাঙা হলেও কিছুক্ষণ পর কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।

গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্টরা ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন এবং বঙ্গবন্ধুর ম্যুরালেও আঘাত করেন।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে সাম্প্রতিক ঘটনায় এটি আবারও আলোচনায় এসেছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...