সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫ শিক্ষার্থী

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে
  • Print

সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় শিক্ষা সফরে আসা একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে হওয়া এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নারায়ণপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে কুমিল্লা থেকে সিলেটের জাফলং ভ্রমণে এসেছিলেন। ফেরার পথে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে, তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও নিউজ