
এশিয়া কাপের ১৭তম আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে। আট দলের এই টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের জানার মতো সব তথ্য থাকছে এক নজরে।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৮ সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে আবুধাবি ও দুবাইয়ে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। যেদিন দুটি ম্যাচ, সেদিন প্রথমটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আসরের আনুষ্ঠানিক আয়োজক ভারত। তবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন থাকায় সব ম্যাচ আরব আমিরাতে সরিয়ে আনা হয়েছে।
এবারের আসর টি–টোয়েন্টি ফরম্যাটে হবে। ভবিষ্যৎ বৈশ্বিক টুর্নামেন্টের ধরন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোট ৮ দল খেলছে এবার। সরাসরি খেলছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
এসিসি মেনস প্রিমিয়ার কাপে সেমিফাইনালে হেরে যায় নেপাল। পরে হংকংয়ের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে।
৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ এ: ভারত, ওমান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল।
গ্রুপ পর্বে দুই দল মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে। সুপার ফোর বা ফাইনালেও তাদের আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে।
পাকিস্তান দলে নতুন ব্যাটিং লাইনআপ
শ্রীলঙ্কায় সিরিজ জিতে আসা বাংলাদেশ
বিশ্বকাপ জয়ের পর পূর্ণ শক্তির দল নামাচ্ছে ভারত
আফগানিস্তানের বড় শিরোপা জয়ের স্বপ্ন
এবং অবশ্যই ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।
অভিষেক শর্মা (ভারত) – ১৭ ম্যাচে ২ সেঞ্চুরি, স্ট্রাইক রেট ১৯৩.৮৪
আল্লাহ গজনফর (আফগানিস্তান) – ১৯ বছর বয়সেই দু’বার ৫ উইকেট
সালমান মির্জা (পাকিস্তান) – বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত অভিষেক
চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৮১ লাখ টাকা)। রানার্সআপ দল পাবে ১.৫ লাখ ডলার।