
আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমের সঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ওড়িশা ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি মহারাষ্ট্র ও আশপাশ এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে গুরুত্ব হারাতে পারে।
এদিকে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় সক্রিয় আছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ অক্টোবরের দিকে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়—
ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায়,
রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু-এক জায়গায়
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) বার্তায় বলা হয়, গতকালের মতো আজও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তবে বিকেল ও সন্ধ্যার দিকে বিভিন্ন স্থানে হালকা বা মাঝারি বৃষ্টিপাত স্বস্তি দিতে পারে।