
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে নিজেদের স্বার্থে সেফ এক্সিটের পরিকল্পনা করেছেন। তিনি বলেন, উপদেষ্টাদের প্রতি আস্থা রাখাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল ছিল।
নাহিদ ইসলাম আরও জানান, সরকার গঠনের এক বছরেরও বেশি সময় পর উপদেষ্টাদের মধ্যে কিছুজন নিজস্ব স্বার্থ ও রাজনৈতিক দলের সহায়তায় নিরাপদ প্রস্থান ভেবে চলেছেন। তিনি আভাস দিয়েছেন, শিগগিরই এই ব্যক্তিদের নাম প্রকাশ করবেন।
উপদেষ্টাদের নিয়োগের পেছনে ছাত্র ও জনতার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। নাহিদ বলেন, “যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছিল। ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা উচিত ছিল। সরকারে গেলে সম্মিলিতভাবে কাজ করাই উত্তম ছিল। কিন্তু কিছু উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করেছে।”
নাহিদ ইসলাম বলেন, “যদি ছাত্র নেতৃত্ব সরকারে না থাকতো, অন্তর্বর্তী সরকার মাত্র তিন মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাস এ সরকারকে উৎখাত করার প্রচেষ্টা চলছিল, এখনও কিছুটা রয়েছে। ছাত্রদের দায়িত্ব নেবার কারণে সরকার টিকেছিল।”
তিনি উল্লেখ করেন, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকার গঠন করলে কিছুটা আক্ষেপ তৈরি হতো না। তবে সময়ের প্রয়োজনে ছাত্রদের উপর দায়িত্ব চাপানো হয়েছিল।