আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জানা গেল, কবে প্রকাশ হবে এইচএসসি ফলাফল

  • আপডেট টাইম : অক্টোবর ৭, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

শিক্ষা ডেস্ক:
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করা হবে

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়কঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার

তিনি জানান,

“দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের সব প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

অধ্যাপক কামাল উদ্দিন আরও বলেন,

“১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে। আমরা এর আগেই ফল প্রকাশ করব। তবে সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।”

ফল প্রকাশের সময়সীমা:
পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে
তাই চলতি বছর ১৮ অক্টোবরের মধ্যেই এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ বাধ্যতামূলক।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...