
সিলেট জেলা প্রশাসকের কাছে আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক, সিলেট │ ১২ অক্টোবর ২০২৫
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এর কাছে বিভিন্ন দাবি-সংবলিত স্মারকলিপি প্রদান করেছেন সিলেটবাসী।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী ‘শাটডাউন’ কর্মসূচি শেষে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন,
“আমরা আমাদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দিয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে এসব দাবির বিষয়ে সরকার কী ব্যবস্থা নেয়, তা জানাতে হবে।
যদি ১৫ দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে সিলেটের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “সরকার প্রধানকে অনুরোধ করবো—একবার সড়ক পথে সিলেটে আসুন, তাহলেই বুঝতে পারবেন সিলেটবাসী কতটা দুর্ভোগে আছে।”
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন,
“যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা অবগত। গত কয়েক বছর ধরে যোগাযোগ খাতে তেমন কাজ হয়নি, এজন্য মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল দশা। তবে ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে, কাজ শুরু হয়েছে।”
তিনি আরও বলেন,
“অভ্যন্তরীণ বিমানের সকালে-বিকালে ভাড়ার পার্থক্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খুব দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবো। এছাড়া সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ভোগ লাঘবে বিশেষ ট্রেন চালুর বিষয়েও আলোচনা চলছে।”
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরিফুল হক জানান,
“ডিসি মহোদয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি জানিয়েছেন, আজই স্মারকলিপিটি সরকার প্রধানের কাছে পাঠাবেন। ইনশাআল্লাহ, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট শহরের দোকানপাট ও যানবাহন বন্ধ রেখে এক ঘণ্টার শাটডাউন কর্মসূচি পালন করা হয়।
সড়ক, রেল, আকাশ যোগাযোগের উন্নয়ন, বিদ্যুৎ বিপর্যয় ও পানি সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিতে অংশ নেন সিলেটের ধর্মীয়, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
দলমত নির্বিশেষে সবাই ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন এবং সিলেটের প্রতি দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদ জানান।