আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের হাতে আটক রনি ও সোহেল

  • আপডেট টাইম : অক্টোবর ১৩, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

সিলেটে পৃথক অভিযানে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ও সাহেবেরবাজার-ধোপাগুল সড়কের সৈয়দ মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—সিলেট নগরীর বাদামবাগিচা উদয়ন এলাকার মৃত এমরান আহমেদ শাহীনের ছেলে আবদুল আহাদ রনি (২৪) এবং ধোপাগুল গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাদামবাগিচা বেক্সিমকো গলির ভেতর থেকে ২০ পিস ইয়াবাসহ আবদুল আহাদ রনিকে আটক করা হয়।

অপরদিকে, রাত ৮টা ২০ মিনিটে সাহেবেরবাজার-ধোপাগুল সড়কের সৈয়দ মার্কেটের সামনে থেকে সোহেল মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪১ পিস ইয়াবা।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...