আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট ক্লাবের সামনে গাড়ি ফেলে পালালো অপরাধীরা, পুলিশ পেল যা

  • আপডেট টাইম : অক্টোবর ১৭, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ‘সিলেট ক্লাব’-এর সামনে পুলিশের চেকপোস্ট দেখে দুটি গাড়ি ফেলে পালিয়েছে অপরাধীরা। পরে পুলিশের অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ৫৮৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশের চেকপোস্ট চলাকালে একটি ডিআই পিকআপ ভ্যান ও একটি প্রাইভেটকারের যাত্রী ও চালকরা হঠাৎ গাড়ি ফেলে পালিয়ে যায়।

“পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৮৭ বোতল মদ উদ্ধার করা হয়,” বলেন পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...