Dhaka ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে শোডাউনে নির্বাচনী উত্তাপ

  • নিউজ ডেস্ক
  • সংবাদ আপডেট এর সময় : ০১:১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২২ জন দেখেছেন

দেশব্যাপী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এখন ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। দলীয় হাইকমান্ড থেকে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার নির্দেশ পাওয়ার পর থেকেই নেতারা নিজ নিজ এলাকায় শোডাউন শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার ছয়টি আসনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ, গণমিছিল ও শোডাউনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন। এতে পুরো জেলাতেই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

সিলেট-১ আসন: মর্যাদার লড়াই
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আসন সিলেট-১। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির এ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখের বেশি ভোট পেয়েছিলেন। যদিও বিজয় পাননি, কিন্তু মাঠে ছিলেন সর্বশেষ পর্যন্ত। এ বছরও তিনি শোডাউন করে প্রচারণা শুরু করেছেন। এরই মধ্যে একই আসনে আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে বিশাল শোডাউন করেছেন, ফলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

সিলেট-৩ আসন: সবচেয়ে বেশি শোডাউন
এই আসনেই বর্তমানে সবচেয়ে বেশি কর্মতৎপরতা দেখা যাচ্ছে। রবিবার ফেঞ্চুগঞ্জে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক। এর আগে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম এবং জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীও বড় আকারের সমাবেশ করেছেন। কাইয়ূম চৌধুরী ২৮ অক্টোবর ফের গণমিছিলের আয়োজন করছেন।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবদুল আহাদ খানও সভা-সমাবেশে ব্যস্ত রয়েছেন। ফলে সিলেট-৩ আসনে মনোনয়ন প্রতিযোগিতা বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

সিলেট-৪ আসন: তিন প্রার্থী সক্রিয় মাঠে
এই আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা আবদুল হাকিম চৌধুরী এবং সাবেক নেতা এড. সামসুজ্জামান জামান আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

সিলেট-৬ আসন: একাধিক প্রার্থীর শোডাউন
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায়ও মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতা জমে উঠেছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সাবেক প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম — সবাই একের পর এক শোডাউন করে নিজেদের জনপ্রিয়তা প্রদর্শন করছেন।

দলীয় ঐক্যের বার্তা
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, “মনোনয়ন প্রত্যাশী নেতারা শোডাউন করছেন, তবে এতে দলের মধ্যে কোনো বিভক্তি নেই। বরং এই তৎপরতায় নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন। আমরা সবাইকে সতর্ক করেছি যাতে শোডাউন করতে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা সীমিত করল বাংলাদেশ

সিলেটে শোডাউনে নির্বাচনী উত্তাপ

সংবাদ আপডেট এর সময় : ০১:১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

দেশব্যাপী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এখন ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। দলীয় হাইকমান্ড থেকে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার নির্দেশ পাওয়ার পর থেকেই নেতারা নিজ নিজ এলাকায় শোডাউন শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার ছয়টি আসনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ, গণমিছিল ও শোডাউনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন। এতে পুরো জেলাতেই নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

সিলেট-১ আসন: মর্যাদার লড়াই
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ আসন সিলেট-১। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির এ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখের বেশি ভোট পেয়েছিলেন। যদিও বিজয় পাননি, কিন্তু মাঠে ছিলেন সর্বশেষ পর্যন্ত। এ বছরও তিনি শোডাউন করে প্রচারণা শুরু করেছেন। এরই মধ্যে একই আসনে আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে বিশাল শোডাউন করেছেন, ফলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

সিলেট-৩ আসন: সবচেয়ে বেশি শোডাউন
এই আসনেই বর্তমানে সবচেয়ে বেশি কর্মতৎপরতা দেখা যাচ্ছে। রবিবার ফেঞ্চুগঞ্জে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক। এর আগে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম এবং জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীও বড় আকারের সমাবেশ করেছেন। কাইয়ূম চৌধুরী ২৮ অক্টোবর ফের গণমিছিলের আয়োজন করছেন।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবদুল আহাদ খানও সভা-সমাবেশে ব্যস্ত রয়েছেন। ফলে সিলেট-৩ আসনে মনোনয়ন প্রতিযোগিতা বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

সিলেট-৪ আসন: তিন প্রার্থী সক্রিয় মাঠে
এই আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা আবদুল হাকিম চৌধুরী এবং সাবেক নেতা এড. সামসুজ্জামান জামান আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

সিলেট-৬ আসন: একাধিক প্রার্থীর শোডাউন
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায়ও মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতা জমে উঠেছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সাবেক প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম — সবাই একের পর এক শোডাউন করে নিজেদের জনপ্রিয়তা প্রদর্শন করছেন।

দলীয় ঐক্যের বার্তা
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, “মনোনয়ন প্রত্যাশী নেতারা শোডাউন করছেন, তবে এতে দলের মধ্যে কোনো বিভক্তি নেই। বরং এই তৎপরতায় নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন। আমরা সবাইকে সতর্ক করেছি যাতে শোডাউন করতে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না হয়।”