
সিলেট-শায়েস্তাগঞ্জ রেলপথে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে। আট দফা দাবির বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১ নভেম্বর রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এই ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বী।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, আট দফা দাবি বাস্তবায়ন কমিটির কুলাউড়া শাখার আহ্বায়ক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, প্রণীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, ও শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তর, টিকিট কালোবাজারি বন্ধ, স্টেশনগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি, এবং প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের মাধ্যমে বৃহত্তর সিলেটবাসীর জন্য উন্নত রেলসেবা নিশ্চিত করতে হবে।
তারা অভিযোগ করেন, দেশের রেমিট্যান্সের বড় একটি অংশ সিলেট থেকে আসে, অথচ এখানকার রেলপথ অবহেলিত। পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে ট্রেন চালানো হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ এবং যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ১ নভেম্বর সিলেট-শায়েস্তাগঞ্জ রেলপথ সম্পূর্ণ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
ফোকাস কিওয়ার্ড: সিলেট রেলপথ অবরোধ ২০২৫