আজ শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

  • আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার | নিউইয়র্ক, বুধবার

নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন।

এই জয়ের মধ্য দিয়ে মামদানি হয়েছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, পাশাপাশি প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূতআফ্রিকায় জন্মগ্রহণকারী মেয়র। মাত্র ৩৯ বছর বয়সে মেয়র নির্বাচিত হয়ে তিনি শহরের গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কনিষ্ঠ মেয়র হিসেবেও রেকর্ড গড়েছেন।

বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন, তবে গত সেপ্টেম্বরে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

নির্বাচন বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ১৭ লাখ ভোটার ভোট দিয়েছেন— যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া ৭ লাখের বেশি আগাম ভোট পড়েছে, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে সর্বাধিক।

জোহরান মামদানি অ্যাস্টোরিয়া এলাকায় নিজের ভোট প্রদান করেন। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল জীবনযাত্রার ব্যয় কমানো ও আবাসন সংকট নিরসন, যা তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...