
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের দুইবারের মেয়র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দিনভর ফেসবুকে দলীয় প্যাড নকল করে তৈরি ওই ভুয়া বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে।
বিজ্ঞপ্তিটিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষর জাল করে উল্লেখ করা হয়—
“দলীয় নীতি ও শৃঙ্খলা অমান্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম ভাঙিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী নিজেকে ‘সিলেট-৪ আসনের চূড়ান্ত প্রার্থী’ ঘোষণা করায় তাকে তিন দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হলো, অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এমন ভুয়া বিজ্ঞপ্তি যাচাই না করেই অনেক ফেসবুক ব্যবহারকারী তা শেয়ার করায় সামাজিক মাধ্যমে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী শনিবার রাতে বলেন,
“এটি সম্পূর্ণ ভুয়া। এমন কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। দলীয় প্যাড ও স্বাক্ষর জাল করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন,
“এই ধরনের ভুয়া তথ্য প্রচার করে নির্বাচনের আগে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। দলীয়ভাবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”