আজ শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো একজনের

  • আপডেট টাইম : নভেম্বর ৯, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আব্দুল হান্নান উরফে হানাই (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) ভোরে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল পূর্ব শত্রুতার জেরে বাখালছড়া গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুল হান্নানের বসতবাড়িতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আব্দুল হান্নানকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

নিহতের স্ত্রী শিল্পী বেগম ও বড় ভাই আব্দুল মন্নান অভিযোগ করেন, হান্নান সম্প্রতি তার ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য জমি বিক্রি করে ১০ লাখ টাকা ঘরে রাখেন। ওই টাকাগুলো লুটের উদ্দেশ্যে ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন সহযোগীদের নিয়ে শনিবার ভোরে হান্নানের ঘরে প্রবেশ করে তাকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এবং টাকাগুলো লুট করে নিয়ে যায়।

স্থানীয়দের মতে, প্রায় এক বছর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে হান্নান ও ফারুক আহমদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তখন ফারুক আহত হন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই ফারুক ও তার ভাই মঈন উদ্দিন এই হত্যাকাণ্ড ঘটায় বলে তারা ধারণা করছেন।

এলাকাবাসীর ভাষ্য, ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন একাধিক ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তারা প্রায় ২৫ বছর কারাভোগের পর তিন বছর আগে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে। এরপর থেকেই তারা পুনরায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। হান্নান হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন,

“হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...