আজ শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে যুবদল কর্মী রনি হত্যা: মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা আটক

  • আপডেট টাইম : নভেম্বর ১২, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকার বংশাল এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে গোলাপগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ।

নিহত জসিম উদ্দিন রনি (২৯) গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন এবং দুই সন্তানের জনক।

অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার বাবুল আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট রাতে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলীতে জসিম উদ্দিন রনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার আগে রনি অভিযুক্ত রাজুর পরকীয়ার সম্পর্কিত বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দেন। ওই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

হত্যার পরপরই প্রধান আসামি রাজু দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...