
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীতে সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। এবারের নির্বাচনে এনসিপির প্রতীক হিসেবে নির্ধারিত হয়েছে ‘শাপলা কলি’।
ঘোষিত প্রার্থীরা হলেন—
সিলেট-১: দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক
সিলেট-৩: যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
সিলেট-৪: যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম
মৌলভীবাজার-৪: দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ
হবিগঞ্জ-৪: দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক
এনসিপি জানিয়েছে, বাকি আসনগুলোতেও খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে।