
সিলেটের কোম্পানীগঞ্জ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, টুকেরবাজার এলাকার মেজবান হোটেলের সামনে দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভোলাগঞ্জের একটি আবাসিক হোটেলের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজনকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, একটি ট্রাকের বডির ভেতরে ফেনসিডিল লুকিয়ে রাখা হয়েছে। পরে ট্রাকটি তল্লাশি করে প্লাস্টিকের দুই বস্তায় থাকা মোট ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম সজল বিশ্বাস (৩৫)। তিনি সিলেটের জকিগঞ্জ থানার তিরাশি এলাকার সমিরন বিশ্বাসের ছেলে।
র্যাব-৯ আরও জানায়, আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।