লন্ডন-হায়দ্রাবাদ ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটে বোমা হুমকি, নিরাপদে অবতরণ
হায়দ্রাবাদ, ২৩ ডিসেম্বর: লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হুমকির খবর পাওয়া গেছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমার সাপোর্ট ইমেইলে অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে এই হুমকি আসে। হুমকিতে ফ্লাইট নম্বর BA277-এ বোমা বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়।
হুমকির খবর পাওয়ামাত্র নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক হয়ে ওঠে। মঙ্গলবার সকালে বিমানটি হায়দ্রাবাদে নিরাপদে অবতরণ করে। অবতরণের পর স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে বিমানটিকে আলাদা করা হয়, যাত্রীদের লাগেজ ও বিমানের পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। ডগ স্কোয়াড এবং আধাসামরিক বাহিনীর সহায়তায় পরীক্ষা করা হলেও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। হুমকিটি ভুয়া বলে মনে করছে কর্তৃপক্ষ।
তল্লাশি শেষে বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রীদের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, একই দিনে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী কেএলএমের একটি ফ্লাইটেও অনুরূপ বোমা হুমকির ইমেইল আসে। সেই বিমানটিও নিরাপদে অবতরণ করে এবং তল্লাশিতে কিছু মেলেনি। চলতি মাসে হায়দ্রাবাদ বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ফ্লাইটে এ ধরনের ভুয়া হুমকির ঘটনা ঘটেছে, যা যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
হুমকির উৎস খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
নিউজ ডেস্ক 









